চুয়েটে ছাত্রলীগের সংঘর্ষে উত্তেজনা, ক্লাস-পরীক্ষা বর্জন করল শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে।

এদিকে  ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা আজ সোমবার (১৩জুন) ক্লাস-পরীক্ষা বর্জন করেছে।

এর আগে গত শনিবার (১১ জুন) রাত থেকে রোববার (১২জুন) সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে ছাত্রলীগের অন্তত দুই কর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: হঠাৎ উত্তপ্ত চুয়েট—এক ছাত্রকে কোপাল রাম দা দিয়ে, আরেক ছাত্রের ফাটাল মাথা

চুয়েট সূত্রে জানা যায়, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত দুগ্রুপ দফায় দফায় মিছিল-মিটিং করছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী আলোকিত চট্টগ্রামকে বলেন, এখন ক্যাম্পাসে কথা বলতেও ভয় হয়। তাছাড়া ক্যাম্পাসে একটু পরপর একেক গ্রুপ এসে জড়ো হয়ে স্লোগান দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।

যোগাযোগ করা হলে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ ক্লাস বা পরীক্ষা কোনোটি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে।

টিবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!