বঙ্গোপসাগরের অভিযান চালাল জেলা প্রশাসন, ৩ স্পটে জাটকা জব্দ

বঙ্গোপসাগরের আকমল আলী ঘাট, দক্ষিণ কাট্টলী ঘাট ও গহীরা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা, ১টি বোট ও ৪০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে জাটকা মাছ ধরার অপরাধে চার বোট মালিককে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে ১টি বোট ও ৪০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। ২৩টি জাল আটক ও পুড়িয়ে ফেলা হয়।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১টি বোট জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২৩টি জাল উদ্ধার করে তা পুড়িয়ে ফেলা হয়।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!