চট্টগ্রাম মেডিকেলে ফের ধরা পড়ল দালাল, কাজ করতো অয়ন ফার্মেসির হয়ে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আদনান শিকদার (২২) নামে এক দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে আটক করা হয়।

আটক আদনান শিকদার নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। তিনি পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস এলাকার ইউসুফ শিকদারের ছেলে।

আরও পড়ুন : চট্টগ্রাম মেডিকেলে ঘাপটি মেরে ছিল ৪ দালাল, ধরল পুলিশ

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আটক আদনান শিকদার হাসপাতালের সামনের অয়ন ফার্মেসির দালাল হিসেবে কাজ করত। সে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের বিভিন্নভাবে হয়রানি ও অর্থ হাতিয়ে নেয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ৪ দালালকে আটক করে পুলিশ। এর আগে ১৭ অক্টোবর ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে থেকে ২ দালালকে আটক করা হয়।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!