প্রাণ ফিরেছে স্কুল—কলেজে, অপেক্ষায় প্রাথমিকের শিক্ষার্থীরা

এক মাস একদিন পর আবারও খুলল শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাণ ফিরেছে স্কুল—কলেজে। তবে অপেক্ষায় থাকতে হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদেরর। এর আগে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্রথম ধাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। দ্বিতীয় ধাপে আগামী ২ মার্চ খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো।

আরও পড়ুন: চট্টগ্রামের ৩ স্পটে ছুটছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন স্থানে দেখা গেছে, স্কুল ড্রেস পড়ে শিক্ষার্থীরা ক্লাসে ঢুকছে। অনেকদিন পর সশরীরে স্কুলে আসতে পেরে ভীষণ খুশি ছাত্র-ছাত্রীরা। উচ্ছ্বাস দেখা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক ও শিক্ষকদের মধ্যেও।

টানা এক মাস শ্রেণিকক্ষে শিক্ষার বাইরে ছিল প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তর পর্যন্ত সাড়ে চার কোটি ছাত্রছাত্রী। এক মাস এক দিন পর মঙ্গলবার শিক্ষাঙ্গনে পা পড়ছে তাদের।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!