প্রাইভেট কারে ইয়াবা নিয়ে ঘুরে বেড়ানো যুবকের ১০ বছরের জেল

লোহাগাড়ায় ৬ হাজার ইয়াবাসহ আটক খাইরুল বশরকে (৪০) ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পিপি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ) ধারার অভিযোগ প্রমাণ হওয়ায় কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম মহেশখালীয়াপাড়া এলাকার বশির আহাম্মদের ছেলে খাইরুল বশরকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তবে আসামি জামিনে গিয়ে পলাতক।

আরও পড়ুন : ১০ বছরের সাজা কাঁধে লুকিয়ে ছিল ঘরেই

মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সহযোগিতা করেন অতিরিক্ত পিপি ভুপাল।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালের ৬ ডিসেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার চুনতি খানদিঘী এলাকা থেকে খাইরুল বশরককে আটক করে পুলিশ। এসময় তার ব্যবহৃত প্রাইভেটকারের সিটের নিচ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদক আইনে মামলা করেন এসআই মো. ওবাইদুল হক।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!