পেকুয়ায় সাতসকালে ট্রাকভর্তি গাছ পাচার

কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে পাচারের সময় মিনি ট্রাকভর্তি ১৮টি গাছ জব্দ করেছে বন বিভাগ।

শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে টইটং ইউনিয়নের নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব গাছ জব্দ করা হয়। এসময় ১৩টি গর্জন ও ৫টি তেলসুর গাছ জব্দ করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে শতবর্ষী গাছ কেটে র‌্যাম্প নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলনের ঘোষণা

অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক বলেন, চকরিয়া থেকে রাজাখালী আরবশাহ বাজারে একটি মিনি ট্রাকে করে জব্দ করা গাছগুলো নিয়ে যাচ্ছিল পাচারকারীচক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে ১৩টি গর্জন ও ৫টি তেলসুর গাছসহ গাড়িটি জব্দ করি। পরে গাছসহ গাড়িটি রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, গাছের মালিককে আটকও করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!