মিরসরাইয়ে পুকুরে গিয়ে লাশ হয়ে ফিরল ২ বছরের আরিফ

মিরসরাইয়ে পুকুরে ডুবে মো. আরিফ হোসেন নামে দুই বছরের এক শিশু মারা গেছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

আরিফ সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ডোমখালী গ্রামের কোরবান আলী মুন্সি বাড়ির আনোয়ার হোসেনের তৃতীয় ছেলে।

আরও পড়ুন: বাবা ব্যস্ত জমিতে—মা রান্নায়, শিশু চলে গেল পুকুরে

এ বিষয়ে ইউপি সদস্য ইয়াছিন উল্লাহ বলেন, আজ (শনিবার) দুপুরে শিশু আরিফের মা বাড়ির পুকুরঘাটে মাছ ধোঁয়ার জন্য যান। এসময় ছেলেও মায়ের সঙ্গে যায়। কাজ শেষে মা আসার সময় ছেলেকেও নিয়ে আসেন। কিন্তু পরে আবার পুকুর ঘাটে চলে যায় আরিফ। এরপর তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে আরিফকে পুকুরের পানিতে ভাসতে দেখেন মা। সেখান থেকে উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারের তিন ছেলের মধ্যে আরিফ তৃতীয়।

যোগাযোগ করা হলে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ইশান আলোকিত চট্টগ্রামকে বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে আজ (শনিবার) দুপুরে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। কিন্তু হাসপাতালে আসার আগেই শিশুটি মারা যায়।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!