পতেঙ্গায় ফায়ার সেফটি প্ল্যান—লাইসেন্স ছাড়াই চলে ডিপো

নগরে ফায়ার সেফটি প্ল্যান না থাকা এবং লাইসেন্স ছাড়া পেট্রোল পাম্প পরিচালনা করায় এক ডিপোকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ ফেব্রুয়ারি) নগরের পূর্ব কাঠগড় এলাকার পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজেস্ট্রট প্রতীক দত্ত। এসময় বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পতেঙ্গায় ৫ হাজার শীতার্তকে কম্বল দিল ভারটেক্স অফ-ডক লজিস্টিক লিমিটেড

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ভারটেক্স অফডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড নামের কনটেইনার ডিপোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ফায়ার সেফটি প্ল্যান এবং ফায়ার হাইড্রেন্ট ছিল না। গত ২২ বছর ধরে ডিপোটিতে ফায়ার সেফটি প্ল্যান অনুমোদনের কোনো ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ।

এছাড়া ডিপোর ভেতর লাইসেন্স ছাড়া একটি পেট্রোল পাম্পও পরিচালনা করতেন তারা। এসব অভিযোগে ডিপোর সিনিয়র ম্যানেজার শেখ মো. মোয়াজ্জেম হোসেনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!