দ্রুতগতির বাসে দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, মুহূর্তেই ঝরল প্রাণ

রাউজানে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-শিশুসহ ৩ জন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের রাউজান পূর্ব গহিরা বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- অটোরিকশা চালক ইলিয়াছ (২৪)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে এক শিশু ও দুনারী রয়েছেন।

নিহত ইলিয়াছ উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর বিনাহাজীর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।। ইলিয়াছের দুবাই যাওয়ার ভিসা এসেছিল।

আরও পড়ুন : দুমড়েমুচড়ে দিল অটোরিকশা, শিশু—পুলিশসহ রক্তাক্ত ৬

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীয় সূত্র জানায়, আজ বিকেল ৪টার দিকে পূর্ব গহিরা বড়পুল এলাকায় (চট্টগ্রাম জ- ১১-০৪৪০) নম্বরের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার সময়ে বিপরীত দিক থেকে আসা (চট্টগ্রাম-থ-১৪-৪৪৬৫) অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসয় অটোরিকশা চালক ইলিয়াছসহ দুনারও এক শিশু আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক ইলিয়াছকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

যোগাযোগ করা হলে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংর্ঘষে অটোরিকশা চালক ইলিয়াছ মারা গেছেন। দুনারী ও এক শিশু গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা থানা হেফাজতে রয়েছে ।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!