দুমড়েমুচড়ে দিল অটোরিকশা, শিশু—পুলিশসহ রক্তাক্ত ৬

রাউজানে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও এক পুলিশ সদস্যসহ ৬ যাত্রী আহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে অটোরিকশায় থাকা শিশুকে পিষে মারল পিকআপ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জলিল নগরের দিকে আসা রানীরহাটমুখী ময়দাবাহী একটি ট্রাক রং সাইটে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যাত্রী ও চালক ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মাসুম নামে এক পুলিশ সদস্য, চালক রাব্বি, অটোরিকশা যাত্রী মোতালেব মেম্বার এবং দুই বছরের শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে রাউজান থানার উপপরিদর্শক আজিজুল হাকিম আলোকিত চট্টগ্রামকে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক পুলিশ, চালকসহ ৬ জন যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!