স্ত্রীকে নিয়ে আপত্তিকর কথা বলায় কামারের দোকান থেকে ছুরি নিয়ে খুন

চকরিয়ায় স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করার জেরে আনোয়ার হোসেন (৩৬) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

শনিবার (২৪ জুন) রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবেশ কাটা স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই ওয়ার্ডের উত্তরপাড়ার আবু তাহের প্রকাশ লেদুর ছেলে।

স্থানীয়রা জানায়, প্রায় ৬ মাস আগে নাসির উদ্দিন নামে এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে হাতে কামড় দেয়। এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ বিচারের মাধ্যমে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করে। এ জরিমানার টাকাও পরিশোধ করে নাসির উদ্দিন।

আরও পড়ুন: বড় ভাইকে খুন করে পালিয়ে গেল ছোট ভাই

পশ্চিম বড় ভেওলা ইউনিযন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইমলাম চৌধুরী বাবলা বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে দরবেশ কাটার একটি কামারের দোকানের সামনে বসে কয়েকজন আড্ডা দিচ্ছিল। ওই সময় মো. এনামুল হকের ছেলে মো. আয়াজ উদ্দিন (২০) আনোয়ার হোসেনকে উস্কানিমুলক কথা বলে ও খারাপ মন্তব্য করে। এর প্রতিবাদ করে আনোয়ার। এতে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আয়াজ কামারের দোকান থেকে একটি ছুরি এনে আনোয়ারকে ছুরিকাঘাত করে। এসময় উপস্থিত লোকজন আনোয়ারকে স্থানীয় পল্লী চিকিৎসকের দোকানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ারের মৃত্যু হয়। মৃত্যুর খবর জানাজানি হলে ছুরিকাঘাত করা আয়াজ উদ্দিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, অনেক আগে আমার হাতে কামড় দেওয়ার বিচারের বিষয় নিয়ে অপমানমূলক কথার প্রতিবাদ করায় আমার স্বামীকে খুন করেছে আয়াজ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক তদন্ত আবদুল জব্বার বলেন, রোববার ভোরে হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার। লাশের কোমরের উপরে কিডনির পাশে দুটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মাথায়ও আঘাত রয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ এজাহার দায়ের করেনি। এজাহার দিলে মামলা রুজু করা হবে।

মুকুল/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!