কৃষ্ণ মন্দির রোডের বৈদ্যের বস্তায় ছিল দেশি—বিদেশি মদ

মিরসরাইয়ে দেশি-বিদেশি মদ এবং তৈরির বিভিন্ন উপককরণসহ সজল কুমার বৈদ্য (৪৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় জোরারগঞ্জ থানার হাজিরসরাই কৃষ্ণ মন্দির রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: শাহ আমানতে বিদেশি মদ নিয়ে ধরা খেল দুই ভারতীয়

আটক সজল কুমার বৈদ্য মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের হাজিসরাই এলাকার মৃত কুমোদ বৈদ্যের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, মিররসাইয়ের হাজিরসরাই এলাকায় বিপুল পরিমাণ মদ নিয়ে বিক্রির উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে- এমন সংবাদে সোমবার রাতে অভিযান চালায়। এ সময় সজল কুমার বৈদ্য নামের একজনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৯৩ বোতল বিদেশি মদ এবং ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। উদ্ধার করা এসব মদের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

তিনি আরও জানান,আটক সজল দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন। মাদক মামলার পর আটক যুবককে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: যে কারণে বাড়ছে কেরু মদের চাহিদা, এবার হবে বিয়ার কারখানাও

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক আবু সাঈদ জানান, মাদক উদ্ধারের ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে র‌্যাবের ডিএডি আবুল কাশেম বাদী হয়ে সোমবার দিবাগত রাত ১২টায় থানায় মাদক মামলা দায়ের করেছেন। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!