জুতা পায়ে কেন শহীদ মিনারে, শোকজ খেলেন শিক্ষক দম্পতি

চকরিয়ায় বিজয় দিবসের দিনে শহীদ মিনারে জুতা পায়ে ফুল দিতে যাওয়া এক শিক্ষক দম্পতিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুনিরুজ্জামান এই নোটিশ দেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই শিক্ষক দম্পতির ছবি ভাইরাল হয়। এ নিয়ে পুরো জেলাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাইজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা খানম ও তাঁর স্বামী আকবর আহমদ একই স্কুলের সহকারী শিক্ষক। বিজয় দিবসের দিন সকালে স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে দুজন জুতা পায়ে উঠে পড়েন। পরে এই ছবি ফেসবুকে ভাইরাল হয়।

এ বিষয়ে চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মুনিরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, শিক্ষক দম্পতিকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, মহান বিজয় দিবসে জুতা পায়ে শহীদ মিনারে উঠার ঘটনা বিবেকবর্জিত কাজ। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!