জিইসি মোড়ের লাজ ফার্মায় ‘বিদেশি’র আড়ালে ভেজাল বাণিজ্য

নগরের জিইসি মোড় এলাকায় লাজ ফার্মাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই। এ সময় অনিবন্ধিত ওষুধ, অনুমোদনহীন শিশু খাদ্য ও ভেজাল প্রসাধনী বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্ব এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: ‘ভেজাল বাণিজ্য’—এক কোম্পানির মোড়কে অন্য কোম্পানির ওষুধ

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জিইসি মোড় এলাকার লাজ ফার্মায় অভিযানে গিয়ে দেখা যায়, ফার্মেসিতে অনিবন্ধিত বিদেশি ওষুধ, বিদেশি চকলেট এবং বিদেশি প্রসাধনী বিক্রি হচ্ছে। এছাড়া কোনো রেজিস্টার্ড ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি করছিল।

এ সময় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ওষুধ, শিশু খাদ্য ও বিদেশি প্রসাধনী উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, যারা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ওষুধ, বিদেশি প্রসাধনী সামগ্রী ও শিশুখাদ্য আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাবে।

সিএম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!