নতুন ব্রিজের গোলচত্বরে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল ৩ যুবক

নগরে তিন ছিনতাইকারীকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল, নগদ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) গভীর রাতে নতুন ব্রিজ গোলচত্বর এলাকা থেকে তাদের গোপন সংবাদে আটক করা হয়।

আটকরা হলেন- মো. নুর হোসেন (২৪), মো. হানিফ (১৯) ও মো. মাসুদ (২৪)।

আরও পড়ুন: পাহাড়তলীতে যুবককে ছুরি মেরে ছিনিয়ে নিল মোবাইল—মানিব্যাগ

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আলোকিত চট্টগ্রামকে বলেন, এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়ার পর শনিবার রাতে নতুন ব্রিজের এলাকার গোলচত্বর থেকে তিন ছিনতাইকারী আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি মোবাইল, নগদ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!