এসএস পাওয়ার প্ল্যান্টের ৮৮ লাখ টাকার চুরির মালামালসহ মধ্যরাতে যুবক ধরা

বাঁশখালীর গণ্ডামারায় এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে চুরি হওয়া ৮৮ লাখ টাকার মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ এপ্রিল) মধ্যরাতে কালীপুর ইউনিয়নের গুনাগরী প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ইলেকট্রিক্যাল ১১০টি ফ্ল্যাক্সিবল চেইন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গরু চোরকে দেওয়া হলো ল্যাপটপ চুরির মামলা!

গ্রেপ্তার তোফাইল হোসেন (৩০) গণ্ডামারার নুরুল আলমের ছেলে। এর আগে গত ৩১ মার্চ রাতে বিদ্যুৎকেন্দ্রে চুরির ঘটনা ঘটে।

এসময় চোরেরা গোডাউনের তালা ভেঙে ৮৮ লাখ টাকা মূল্যের পণ্যসামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর থানায় মামলা করেন মো. আজাদ আলম।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, চুরির মালামালসহ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউবি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!