চুরির টাকায় মোটরসাইকেল কিনেছিল যুবক

লোহাগাড়ায় পল্লী চিকিৎসের ফার্মেসি থেকে টাকা চুরির ঘটনায় নাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে নগদ ১ লাখ ২১ হাজার টাকা এবং চুরির টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শুকছড়ি দরবার শরীফ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ি হোসেন সিকদারপাড়ার মো. আবুল হাশেমের ছেলে।

আরও পড়ুন : অটোরিকশা চুরির পর ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া সেই চোর ধরা

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ স্টেশন এলাকার উজ্জ্বল নাথ (৩৫) নামের একজন পল্লী চিকিৎসক গরু বিক্রির সাড়ে ৩ লাখ টাকা নিজের ফার্মেসির দোকানে রাখেন। গত ২৫ জুলাই বিকেলে দোকানে ঢুকে অজ্ঞাত চোর ওই টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর থানায় মামলা করেন ভুক্তভোগী উজ্জ্বল নাথ।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, আজ সকালে নাহিদ নামের এক যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছ থেকে ১ লাখ ২১ হাজার টাকা উদ্ধার এবং বাকি টাকায় কেনা একটি মোটরসাইকেলটি জব্দ করি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!