চিকিৎসকের মৃত্যু চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে, রক্তাক্ত ৯

চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ছৈয়দুল ওম্মাম (২৮) নামে এক ডাক্তার নিহত হয়েছেন। এসময় মাইক্রোবাসে থাকা আরও ৮-৯ জন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে হঠাৎ গাড়ি উল্টে ১২ কলেজছাত্রী রক্তাক্ত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

নিহত ছৈয়দুল ওম্মাম লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরীপাড়ার শাহজাহান চৌধুরীর ছেলে। তিনি লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা শাহ জব্বারিয়া হাসপাতালে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান ডা. ছৈয়দুল ওমাম। এসময় আহত হন আরও ৮-৯ জন যাত্রী।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ডাক্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও চালক-হেলপার পলাতক।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!