চট্টগ্রামে হঠাৎ গাড়ি উল্টে ১২ কলেজছাত্রী রক্তাক্ত, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী লেগুনা গাড়ি উল্টে খাদে পড়ে ১২ কলেজছাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে পৌরসভা এলাকার শেখপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আহতরা সবাই ছোট দারোগারহাট তাহের মঞ্জু কলেজের ছাত্রী।

আরও পড়ুন : উল্টে গেল ‘চাঁদের গাড়ি’—নিহত ১

স্থানীয়রা জানায়, উপজেলার বড় দারোগারহাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা পরিবহনকে একইমুখী অপর একটি দ্রুতগামী লোকাল বাস পাশ থেকে চাপা দেয়। এতে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় লেগুনাতে থাকা ১২ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আহতদের মধ্যে চারজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!