চান্দগাঁওয়ে শতাধিক মেধাবীর হাতে তুলে দেওয়া হলো গীতা

চান্দগাঁওয়ের নাজিরপাড়া সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গনে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শ্রীমদ্ভগবদগীতা দেওয়া হয়েছে। জয় সংঘ ক্লাবের আয়োজনে গীতা বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম বিভাগীয় প্রধান কার্যালয় নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম। পরে বিতরণ করা হয় মহাপ্রসাদ।

আরও পড়ুন: চান্দগাঁওয়ে নারীর গলায় ফাঁস

বুধবারের (১৫ ফেব্রুয়ারি) এ আয়োজনে বক্তব্য রাখেন ডা. চিত্ত রঞ্জন গৌরাঙ্গ দাস অধিকারী, ইসকন নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, উজ্জ্বল রসময় দাস ব্রহ্মচারী, সহকারী শিক্ষক কাজল কান্তি ধর, সংগঠক তাপস শীল, সহকারী শিক্ষিকা প্রীতিকণা দাস ও গোবিন্দ প্রসাদ দাস।

বক্তারা ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০টিরও বেশি ভাষায় সংকলিত শ্রীমদ্ভগবতগীতা অধ্যায়নের গুরুত্ব তুলে ধরেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!