‘চাঁদাবাজির’ ভাগ বসাতে এমইএস কলেজে রক্ত ঝরাল ওয়াসিম গ্রুপ

নগরে চাঁদার ভাগাভাগি নিয়ে ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ছাত্রলীগ কর্মী রক্তাক্ত হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ওমরগণি এমইএস কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে ফুটবল খেলা নিয়ে এ সংঘর্ষ হয়।

আহত ছাত্রলীগ কর্মীর নাম আব্দুল হামিদ রাফি(১৯)। তিনি পাহাড়তলী সিডিএ মার্কেট কলোনি এলাকার নুরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, ওমরগণি এমইএস কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে রাফি নামের এক ছাত্রলীগ কর্মীর মাথা ফেটে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: বড়পোলে মাদক জুয়া চাঁদাবাজি জায়গা দখল—সবকিছুই হয় কাদেরের ইশারায়

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরের জিইসি মোড় থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত টংয়ের দোকান ও অস্থায়ী দোকান থেকে নিয়মিত চাঁদা নেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর গ্রুপ। এর আগে বাপ্পী নামে মীর শাহেদ গ্রুপের এক ছাত্রলীগ কর্মী চাঁদার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি-ধমকি দেওয়ার চেষ্টা করেন। এসময় অন্য একজন অস্ত্রসহ তার ছবি তুললে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে এ বিষয়ে জাহিদুল ইসলাম প্রমি গ্রুপের সঙ্গে মীর শাহেদ গ্রুপের দ্বন্দ্ব তৈরি হয়।

এদিকে মীর শাহেদ গ্রুপের অনুসারীরা বেশ কিছুদিন ধরে ওই ঘটনার জের ধরে ঝামেলা করার চেষ্টা করে। সেই কোন্দলের জেরে আজ (মঙ্গলবার) কলেজ ক্যাম্পাসে দুগ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে মীর শাহেদ গ্রুপের অনুসারী ফাহিম, শাওন, আল আমিন ও বাপ্পির হামলায় প্রমি গ্রুপের একজনের মাথা ফেটে যায়।

এ বিষয়ে জানতে জাহিদুল ইসলাম প্রমি ও মীর শাহেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, ফুটবল খেলা নিয়ে সিনিয়র-জুনিয়রের মধ্যে হাতাহাতি হয়। এতে একজন আহত হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!