চট্টগ্রাম মেডিকেল থেকে সরকারি ওষুধ চুরি করে ওয়ার্ড বয়

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি ওষুধ চুরির অভিযোগে মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে এক ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) সকালে ওষুধ পাচারের সময় হাতেনাতে আটক করা হয় তাকে।

আটক সাদ্দাম হোসেন চমেক হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে অস্থায়ী ভিত্তিতে কাজ করতেন। তিনি রাউজান উপজেলার মোগারদিঘী এলাকার মুাজবুল হকের ছেলে।

আরও পড়ুন: চমেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি, পুলিশের জালে ৩ ওয়ার্ড বয়

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে চমেক হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারের সময় সাদ্দাম নামে অস্থায়ী এক ওয়ার্ড বয়কে আটক করি। এ সময় তার কাছ থেকে সরকারি ওষুধ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরে তার বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!