চট্টগ্রাম বন্দরে অবরোধের প্রভাব, কমেছে কনটেইনার খালাস

চট্টগ্রাম বন্দরে একদিনের ব্যবধানে কনটেইনার ডেলিভারি ও জাহাজে কনটেইনার হ্যান্ডলিং কমেছে ১ হাজার ৩১৭টি।

মঙ্গলবার ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে রাত ৮টা) কনটেইনার ডেলিভারি হয়েছে মাত্র ২ হাজার ৭৮৮ টি। অথচ সোমবার কনটেইনার ডেলিভারি হয়েছিল ৪ হাজার ১০৫টি।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরের নতুন প্রকল্প পরিবেশবান্ধব, কমছে কার্বন নিঃসরণ

বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরের এমন প্রভাব পড়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, দূর-দুরান্ত থেকে ট্রাক, লরি কাভার্ডভ্যান চট্টগ্রাম বন্দরে আসতে না পারায় এ প্রভাব পড়েছে। তবে বন্দরের অভ্যন্তরের সব কাজ স্বাভাবিক ছিল এবং কনটেইনার হ্যান্ডলিং হয়েছে উল্লেখ করার মতো।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!