চট্টগ্রামে পেঁয়াজে ফায়দা লুটতে গিয়ে ধরা খেল কালু—বাছামিয়া

নগরে বাড়তি দামে পেঁয়াজ, টিসিবির তেল ও অননুমোদিত রঙ বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১০ নভেম্বর) সকালে নগরের পাহাড়তলী ও বায়েজিদ এলাকায় এ অভিযান চালান অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। এসময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান ও রানা দেব নাথ।

আরও পড়ুন : চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বেচতে গিয়ে ৬ ব্যবসায়ী ধরা

জানা যায়, অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় পাহাড়তলী বাজারের বাছামিয়া সওদাগর ও মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে টিসিবির তেল ও অনুমোদিত রঙ বিক্রি করায় বায়েজিদ আমিন কলোনির ছৈয়দ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, বাড়তি দামে পেঁয়াজ, টিসিবির তেল ও অননুমোদিত রঙ বিক্রির অপরাধে পাহাড়তলী বাজারের দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং বায়েজিদ আমিন কলোনির এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!