চট্টগ্রামে বেশি দামে পেঁয়াজ বেচতে গিয়ে ৬ ব্যবসায়ী ধরা

আনোয়ারায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৬ মামলায় ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন।

আরও পড়ুন : ‘ডিম আলু পেঁয়াজে ভূত’ সরকারের বেঁধে দেওয়া দামে পাচ্ছে না চট্টগ্রামের ক্রেতারা

জানা যায়, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় চাতুরী চৌমুহনী বাজারের ৬ দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, দোকানে মূল্য তালিকা না রেখে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!