চট্টগ্রামে পুড়ল ঘর—দোকান, ক্ষতি ৫৫ লাখ টাকা

চট্টগ্রামের রাউজান ও ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৪ বসতঘর ও ৪ দোকান। এতে ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে রাউজানের ১৫ নম্বর নোয়াজিশপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফতেহ নগর আলী মোহাম্মদ সিকদারের নতুন বাড়ি এবং ফটিকছড়ির বাগানবাজার ইউপির আঁধারমানিক রাস্তার মাথা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

রাউজান

শনিবার রাতে উপজেলার ১৫ নম্বর নোয়াজিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফতেহ নগর আলী মো. সিকদারের নতুন বাড়িতে আগুন লাগে। আগুনে মো. শাহ আলম, মো. হোসেন, মো. করিম ও মো. রফিকের ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি ক্ষতিগ্রস্তদের।

ফটিকছড়ি

একইদিন রাত ২টার দিকে উপজেলার বাগানবাজার ইউপির আঁধারমানিক রাস্তার মাথা এলাকায় আগুন লাগে। এতে রাব্বির চা দোকান, সাদ্দামের চা দোকান, মানিকের মুদি দোকান ও শাহাজাহানের ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। পরে রামগড় ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : চট্টগ্রামে হঠাৎ আগুনে কপাল পুড়ল শত মানুষের, মুহূর্তেই ছাই ২৪ গাড়ি

ক্ষতিগ্রস্ত মো. রাব্বি বলেন, শনিবার রাত দশটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরে রাত দুটার দিকে খবর আসে আগুন লেগেছে। আমার দোকানের পাশে আরও ৩টি দোকান একইসঙ্গে পুড়ে যায়। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, আগুনে ৪টি দোকান পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে।

যোগাযোগ করা হলে ফটিকছড়ি ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) ডলার ত্রিপুরা বলেন, খবর পেয়ে পাশের রামগড় ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসএ/এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!