চট্টগ্রামে নাশকতা করতে জড়ো হয়েছিল সেই ১৪ আসামি

সীতাকুণ্ডে নাশকতা চেষ্টার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইকরাম আরাফাত প্রকাশ সায়মন (২৯), মো. ফয়সাল (২০), মো. রুবেল (২৭), মিজানুর রহমান (রুবেল) (৩২), মামুন (২৮), আব্দুস সালাম (৬৩), শওকত আলম (৫৪) মো. মঞ্জুর আলম (৫৩) ওমর ফরুক লিটন (৩২), মোস্তফা কামাল (৪৫), মো. নাসির উদ্দিন (৪৫), এম লোকমান হাকিম (৬৫), মো. মোস্তাকিম (৩৫) ও মো. রহিম (৪৮)।

পুলিশ জানায়, নাশকতা চেষ্টার অভিযোগে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা বিভিন্ন মামলার আসামি। পরে তাদের আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মহাসড়কে নাশকতা করার জন্য জড়ো হওয়ার খবরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গ্রেপ্তাররা পূর্বের বিভিন্ন মামলার আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!