চট্টগ্রামে দুটি ছাড়া ১৪ আসনেই প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৭ আসনে দলীয় প্রার্থী মনোনীত করেছে জাতীয় পার্টি (জাপা)। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টি আসনে মনোনয়ন দিলেও দুটি আসনে দেয়নি দলটি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে (মিরসরাই) লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. এমদাদ হোসেন চৌধুরী, চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) মো. শফিউল আজম চৌধুরী এবং চট্টগ্রাম-৩ আসনে (সন্দ্বীপ) এমএ সালাম।

আরও পড়ুন : চট্টগ্রামে ৫ আসনে নৌকার টিকিট পেল নতুন মুখ, ১১ আসনে পুরোনোরা

এদিকে চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড) মো. দিদারুল করিম, চট্টগ্রাম-৫ আসনে (হাটহাজারী) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম-৬ আসনে (রাউজান) মো. শফিউল আলম চৌধুরী প্রার্থী হয়েছেন।

অন্যদিকে চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া) মুসা আহমেদ রানা, চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী) সিরাজুল ইসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-৯ আসনে (কোতোয়ালী-বাকলিয়া) সানজিদ রশীদ চৌধুরী জাতীয় পার্টির হয়ে লড়বেন।

চট্টগ্রাম-১০ আসনে (পাহাড়তলী-ডবলমুরিং) এবং চট্টগ্রাম-১১ আসনে (বন্দর-পতেঙ্গা) কোনো প্রার্থী মনোনয়ন পায়নি দলটির পক্ষ থেকে।

এদিকে চট্টগ্রাম-১২ আসনে (পটিয়া) মো. নুরুচ্ছফা সরকার, চট্টগ্রাম-১৩ আসনে (আনোয়ারা-কর্ণফুলী) আব্দুর রব চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ) আবু জাফর মো. ওয়ালিউল্ল্যাহ, চট্টগ্রাম-১৫ আসনে (সাতকানিয়া-লোহাগড়া) মো. সালেম এবং চট্টগ্রাম-১৬ আসনে (বাঁশখালী) মাহমুদুল ইসলাম চৌধুরী জাতীয় পার্টির প্রার্থী মনোনীত হয়েছেন।

৩০০ আসনের মধ্যে ২৮৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বাকি ১১টি আসনের প্রার্থীর নাম পরে জানানো হবে বলে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!