চট্টগ্রামে করোনা : লাকি সেভেনের পরদিনই ‘জোড়া’ আঘাত

চট্টগ্রামে করোনায় লাকি সেভেনের পরদিনই হয়েছে ‘জোড়া’ আঘাত। এক সপ্তাহ পর চট্টগ্রামে করোনায় ফের আঘাত হেনেছে মৃত্যু। একদিনেই মারা গেছেন ২ করোনা রোগী!

গত ৮ ফেব্রুয়ারি সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয় চট্টগ্রামে। এরপর গত ২৪ ঘণ্টায় মারা গেলেন ২ জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৫.৯৩ শতাংশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : মৃত্যুতে ‘লাকি সেভেন’

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৫টি ল্যাবে ২ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মহানগর এলাকায় ১৩৪ জন ও বিভিন্ন উপজেলার ৩১ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৬৬৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৩৮০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৮৭ জন।

এছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!