চট্টগ্রামে এবার ডেঙ্গুর ছোবলে ২ নারী

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. আলভি (১৫) ও শারমিন হেনা রিতা (৩৮) নামে দুনারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।

মঙ্গলবার (১৭ জুলাই) নগরের বেসরকারি পার্কভিউ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। গত ১৬ জুলাই মো. আলভি ও ১৫ জুলাই শারমিন হেনা রিতা ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: চট্টগ্রামে ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, আক্রান্ত ৭৪

মো. আলভি পাঁচলাইশ থানার আহমেদ মিয়া প্রাথমিক বিদ্যালয় লেনের বাসিন্দা এবং শারমিন হেনা রিতা রহমান মসজিদ গলি এলাকার বাসিন্দা।

সিভিল কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৪৬৪ জন। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৭ জন। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮০ জন।

প্রসঙ্গত, ১৬ জুলাই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল মান্নান (৪৫) ও মো. আলমগীর (৩০) নামে দুযুবক মারা যান। এদের মধ্যে আব্দুল মান্নান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. আলমগীর পার্কভিউ হাসপাতালে মারা যান। তারা দুজনই পটিয়া উপজেলার বাসিন্দা ছিলেন।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!