চট্টগ্রামে ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, আক্রান্ত ৭৪

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল মান্নান (৪৫) ও মো. আলমগীর (৩০) নামে দুই যুবক মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৬ জনের।

রোববার (১৬ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

নিহত আব্দুল মান্নান চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে এবং মো. আলমগীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান। তারা দুজনই পটিয়া উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: চট্টগ্রামে ডেঙ্গু বাড়ছে অস্বাভাবিক হারে, রোগীর চাপ বেশি ক্লিনিকে

সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৩৫৬ জন রোগী। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি জুলাইয়ে মারা গেছেন ৭ জন। এর আগে জুনে মারা যান ৬ জন এবং জানুয়ারিতে মারা গিয়েছিলেন ৩ জন।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই মরিয়ম জান্নাত নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়। সে গত ১১ জুলাই আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!