চট্টগ্রামে ইয়াবার ৩ পাইকারি কারবারি ধরা

নগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) মেরিনার্স রোডের ওমর আলী মার্কেট ও বুধবার (২৬ জুলাই) সকালে জেল রোডের শাহ আমানত মাজার গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো.গিয়াস উদ্দিন ওরফে ফরমান (৪২), আব্দুর রশিদ (৩৯) ও ইব্রাহীম ওরফে মো. শফিক (২৫)।

আরও পড়ুন: সহস্র ইয়াবা নিয়ে পাকা সড়কে অভিন্ন বয়সের ছেলে-মেয়ে

জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে কোতোয়ালী থানার মেরিনার্স রোডের ওমর আলী মার্কেটের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানের খবরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া আজ সকালে জেল রোডের শাহ আমানত মাজার গেইটের পাশ থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আলোকিত চট্টগ্রামকে বলেন, নগরে পৃথক দুটি অভিযানে ৬ হাজার ২শ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে খুচরা বিক্রি করতেন। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!