চকরিয়ায় ১ টনের হাতি মারা গেল লিভার ইনফেকশনে

চকরিয়ায় অসুস্থ দুবছর বয়সী এক হাতি মারা গেছে। পরে ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়।

শুক্রবার (৭ অক্টোবর) খুটাখালী ইউনিয়নের হাজীরঘোনার গহীন অরণ্য মধুশিয়া বাগানে মৃত অবস্থায় পাওয়া যায় হাতিটি।

রোববার (৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিচাপা দেয় বন বিভাগ।

স্থানীয়রা বলেন, শুক্রবার রাতে গহীন জঙ্গলের হাজীরঘোনা এলাকায় একদল বন্য হাতি আসে। এদের মধ্যে বাচ্চা হাতিটি মারা যায়। স্থানীয়দের ধারণা হাতিটি অসুস্থ ছিল।

এ বিষয়ে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন দাশ বলেন, মধুশিয়া বাগানে দুবছর বয়সী একটি পুরুষ হাতি মারা যাওয়ার খবর পেয়ে বন বিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনসহ ঘটনাস্থলে যাই। পরে ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়।

তিনি বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া বিদ্যুতের ফাঁদও নেই। হাতিটি অসুস্থ হয়ে মারা গেছে।

চকরিয়া প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মুনতাকিম বিল্লাহ মাসুম আলোকিত চট্টগ্রামকে বলেন, লিভারে ইনফেকশন হওয়ায় হাতিটি মারা গেছে। হাতিটির ওজন এক টন ও দৈর্ঘ্য ছয় ফিট। ধারণা করছি গত দুদিন আগে হাতিটি মারা গেছে ।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!