করোনা : চট্টগ্রামে আবার মৃত্যু, এবার শনাক্তও বাড়ল

চট্টগ্রামে করোনায় আবার আঘাত হেনেছে মৃত্যু। একইসঙ্গে বেড়েছে শনাক্তও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মারা গেলেন ১ হাজার ৩১৫ করোনা রোগী। যাদের মধ্যে ৭২০ জন নগরের এবং ৫৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যা পরীক্ষার তুলনায় ১ দশমিক ০২ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শনাক্তে আলো, মৃত্যুতে মেঘ

এর আগের দিন চট্টগ্রামে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪৩ শতাংশ। এদিন বিআইটিআইডি চট্টগ্রাম ল্যাবে ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১০ জনের নমুনা পরীক্ষায় ১ জন, শেভরনে ৩৩৬ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং ইপিক হেলথ কেয়ারে ২৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্ত হওয়া ১৩ জনের মধ্যে ৮ জন নগরের, ১ জন বোয়ালখালীর এবং ৪ জন হাটহাজারীর বাসিন্দা।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ১২৮ জন। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৯১১ জন এবং উপজেলা এলাকার ২৮ হাজার ২১৭ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!