চট্টগ্রামে করোনা : শনাক্তে আলো, মৃত্যুতে মেঘ

চট্টগ্রামে করোনায় আলো দেখাচ্ছে শনাক্তের হার। দিন দিন কমে আসছে শনাক্ত। তবে এখনও ‘মেঘ’ ভর করে আছে মৃত্যুতে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৫২ নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৩ শতাংশ। তবে এ সময়ে মারা গেছেন এক করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্বদ্যালয় ল্যাবে ১৭ নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৯ নমুনা পরীক্ষায় ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১৪৬ নমুনা পরীক্ষায় ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৮৩ নমুনা পরীক্ষায় ১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩৪ নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম : করোনায় আরও এক দারুণ দিন

সোমবার (১৮ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত হওয়া ৫ জনের মধ্যে ৩ জন নগরের এবং ২ জন বোয়ালখালী ও হাটহাজারী উপজেলার বাসিন্দা।

এছাড়া মারা যাওয়া ১ জন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১১৫ জন। এর মধ্যে নগরের ৭৩ হাজার ৯০৩ জন এবং উপজেলার ২৮ হাজার ২১২ জন। মারা যাওয়া ১ হাজার ৩১৪ জনের মধ্যে ৭২০ জন নগরের এবং ৫৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!