করোনায় হঠাৎ মৃত্যু বাড়ল, শনাক্তও

করোনা মহামারিতে বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু। বেড়েছে নতুন শনাক্ত রোগীও।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২৮০ জনের। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য নিশ্চিত করে। তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় একশ। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৩৪ হাজার ২৯৭ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫৩৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৮ হাজার। সবমিলিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৭৩৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!