চট্টগ্রাম কাস্টমসের চোখে ধুলো দিতে গিয়ে ১ কনটেইনার বিদেশি মদ ধরা পড়ল বন্দরে

এবার আর চট্টগ্রাম কাস্টমসের চোখে ধুলো দেওয়া হলো না। চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে এবার এক কনটেইনার বিদেশি মদ আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।

রোববার (২৪ জুলাই) দুপুরে কাস্টম হাউসের এআইআর শাখা চালানটি আটক করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

আরও পড়ুন: রাজস্ব ফাঁকি দেওয়া দুই কনটেইনারে মিলল সাড়ে ৩১ হাজার লিটার মদ

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মদের এ চালানটি চীন থেকে গত ১৬ জুলাই (শনিবার) নিলফামারীর উত্তরা ইপিজেডের ডনগ জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি লিমিটেডের নামে এসেছিল। চালানটি টেক্সটারড ইয়ার্ন পলিয়েস্টার রিসাইকেলড পোস্টের ঘোষণায় এসেছিল। এটির সিএন্ডএফ এজেন্ট নগরের ডবলমুরিং এলাকার জাফর আহমেদ।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক জানান, চট্টগ্রাম বন্দরে আটক কনটেইনারের ইনভেন্ট্রি কার্যক্রম চলছে। ইনভেন্ট্রি শেষে কনটেইনারটিতে কোন কোন ব্রান্ডের কী পরিমাণ মদ রয়েছে তা জানানো হবে।

জেএন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!