রাজস্ব ফাঁকি দেওয়া দুই কনটেইনারে মিলল সাড়ে ৩১ হাজার লিটার মদ

চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমাণে রাজস্ব ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে আটক মদভর্তি দুই কনটেইনারের ইনভেন্টি শেষ হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

তিনি বলেন, আটক কনটেইনার দুটির ইনভেন্টি শেষ হয়েছে। শতভাগ ইনভেন্টি শেষে কনটেইনার দুটিতে ১ হাজার ৩৩০ কার্টনে বিভিন্ন ব্রান্ডের ৩১ হাজার ৬২৫ দশমিক ৫ লিটার বিদেশি মদ পাওয়া গেছে। এসব পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য ৪ কোটি ৪৬ লাখ টাকা। চালান দুটিতে মিথ্যা ঘোষণায় ২৪ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

উল্লেখ্য, আইপি জালিয়াতি করে মদভর্তি কনটেইনারের চালান দুটি কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিনারি ও ববিন ঘোষণায় চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়। চীন থেকে আসা চালান দুটি চট্টগ্রাম বন্দর থেকে বের করার পর গত ২২ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে আটক হয়েছিল।

জেএন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!