আনোয়ারায় মুহূর্তের আগুনে পুড়ল ৩ ঘর

আনোয়ারায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে এক মাদ্রাসা শিক্ষকের ঘরসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার ( ১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শিলাইগড়া ইয়াকুব মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. ইয়াকুব আলী মাস্টার, মো. জসিম সওদাগর ও মো. রিপন।

আরও পড়ুন : আগুনে কোটি টাকা ক্ষতির দাবি করলেও ফায়ার সার্ভিস বলছে ৯ লাখ টাকা

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল আলম মেম্বার বলেন, আজ বিকেলে ইয়াকুব মাস্টারের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় তিনটি বসতঘর পুড়ে যায়। আগুনে নগদ টাকাসহ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!