‘আনন্দ-সৈনিক’ ভুয়া, অতিথির ফ্রিজে পচা খাবার

সীতাকুণ্ডে অনুমোদনহীন আনন্দ ও সৈনিক নামের দুটি কোম্পানির মশার কয়েল জব্দ এবং অতিথি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সময়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় বাজারে অনিবন্ধিত মশার কয়েলের বিক্রি বেড়েছে। এসব কোম্পানির লাইসেন্স নেই। অনিবন্ধিত মশার কয়েল মানবদেহের জন্য ক্ষতিকারক। এসব অবৈধ কয়েল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করে জব্দকৃত কয়েল ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: ধরা খেল সাদিয়া কিচেন, ভুয়া স্টিকারে দই-ফিরনি বেচতে গিয়ে

তিনি বলেন, অভিযানে অতিথি রেস্টুরেন্টের ফ্রিজে পচা ও গন্ধযুক্ত খাদ্যদ্রব্য রাখায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারে জাটকা ইলিশ বিক্রি এবং রঙ মিশিয়ে মাছ বিক্রি করছে কিনা নজরদারি করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!