অগ্নিনির্বাপক যন্ত্র অচল, ধরা খেল তারকা হোটেল ‘লং বীচ’

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে অভিযানে নেমেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানা ত্রুটি পাওয়ায় কক্সবাজারের তারকা হোটেল লং বীচকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। ত্রুটি সারাতে সময় বেধে দেওয়া হয়েছে দুমাস।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে এ অভিযান চালান ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : চট্টগ্রামে এবার ধরা খেল রয়েল বাংলা সুইটস

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার দোলন আচার্য্য বলেন, লং বীচ হোটেলে অগ্নিনির্বাপক যন্ত্র অচলসহ বিভিন্ন ত্রুটি পাওয়া গেছে। এ কারণে তাদেরকে দুমাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এসময়ের মধ্যে অচল যন্ত্রসহ অন্যান্য ত্রুটিগুলো ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম বলেন, স্মোক ডিটেক্টর অকেজো, এক্সটিংগুইশার সহজে ব্যবহার করা যায় এমন জায়গায় না রাখাসহ বিভিন্ন ত্রুটি পাওয়া গেছে লং বীচ হোটেলে। দৃশ্যমান জায়গায় মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!