চট্টগ্রামে এবার ধরা খেল রয়েল বাংলা সুইটস

চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর পরিবেশ, রান্না করা ও কাঁচা খাবার একইসঙ্গে ফ্রিজে সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে রয়েল বাংলা সুইটসকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এছাড়া আরও দুই প্রতিষ্ঠানকে খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সতর্ক করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে নগরের এনায়েতবাজার ও চকবাজার এলাকায় এ অভিযান চালান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।

আরও পড়ুন : এবার ধরা খেল বাটালি রোডের অভিজাত ‘রয়েল বাংলা সুইটস’

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. বশির আহম্মেদ বলেন, লেবেলবিহীন কেমিক্যালের বোতল, রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে নিরাপদ খাদ্য আইনে রয়েল বাংলা সুইটসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, একই অভিযানে চকবাজারের সাদিয়াস কিচেন ও মিষ্টি মুখকে খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!