হাটজারীতে সীমানা দেয়াল ধসে মো. সবুজ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পৌরসভার কড়িয়া দিঘীর পাড় এলাকার লাল মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার এসআই মো. জসিম।
আরও পড়ুন: ‘হঠাৎ ধাক্কা’ পথচারীদের মাথায় ব্যাংকের দেয়াল, মুহূর্তেই রক্তাক্ত ৮
জানা গেছে, জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন একাদশ শ্রেণির ছাত্র সবুজ। এসময় তাদের ঘরের সামনে থাকা পুরনো একটি দেয়াল হঠাৎ ধসে সবুজের উপর পড়ে। এতে সবুজের মাথা থেঁতলে যায়। স্থানীয়রা উদ্ধার করে আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সবুজ অটোরিকশা চালক রমজান আলীর ছেলে।
এদিকে এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে বেশি উচ্চতায় তৈরি করার কারণেই সীমানা দেয়ালটি ধসে পড়েছে।
সিএম