চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে বুধবার (৯ মার্চ) সকাল থেকে (২০২২-২০২৪) ভোটগ্রহণ শুরু হয়েছে। নগরের লেডিস ক্লাবে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর উত্তেজনা দেখা দেয়। এ সময় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ লাঠিপেটা করে। বহিরাগত ভোটারের উপস্থিতিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দেয় বলে একটি সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: সাতকানিয়ায় নির্বাচনে সহিংসতা ছড়ানো ৮ যুবকের কাছে অস্ত্র—গোলাবরুদ
এ সময় দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের সঙ্গেও পুলিশের বাকবিতণ্ডা হয়।
নির্বাচনে সায়েদুজ্জামান সাজ্জাদ-আজিম মনোনীত সম্মিলিত-সমমনা ঐক্যজোট এবং আকতার-বাচ্চু-বিলু মনোনীত সমমনা পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে।
নির্বাচন কমিশনার নুরুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলে ধারণা করছি। ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৮৪ জন।
এসি