মিরসরাইয়ে ছাত্রলীগের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দুইদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।

আরও পড়ুন: এগিয়ে আসলো ছাত্রলীগ—নিজামপুর কলেজে ভর্তির টাকা কমলো অর্ধেক

এ সময় উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর (৯ নম্বর) ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, আরিফুর রহমান, জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্মবিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রুবেল, ধর্মবিষয়ক সম্পাদক শাফায়েত রিপন ও জেলা ছাত্রলীগ নেতা এসএম নেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, মিরসরাই ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাহবুব রহমান রুহেল ভাইয়ের নির্দেশনায় দুইদিন ব্যাপী প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন কলেজের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাদেরকে সহযোগিতা করছেন চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্ট।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!