সৌরভের অনুরোধেই সম্মতি, ভারতের প্রধান কোচ হচ্ছেন দ্রাবিড়

ভারতের জাতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়।

এর  আগে কোচ হওয়া প্রস্তাব দেওয়া হলে ফিরিয়ে দেন রাহুল। কিন্তু দুবাইয়ে আইপিএলের ফাইনাল দেখতে এসে সাবেক সতীর্থ ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহের সঙ্গে আলোচনার টেবিলে বসেন তিনি। আর এতেই পাল্টো যায় দৃশ্যপট।

আরও পড়ুন : আগের বিয়েই বৈধ, ক্রিকেটার নাসির—তামিমার বিয়ে অবৈধ

শেষ পর্যন্ত ১০ কোটি রুপিতে (বাংলাদেশের টাকায় সাড়ে ১১ কোটি) রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছে ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই দায়িত্ব নেবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। এ সময়কালে তার অধীনে ভারত খেলবে তিনটি আইসিসি টুর্নামেন্ট।

রাহুল দ্রাবিড় বর্তমানে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করছেন। তবে এর আগেও দুই দফায় জাতীয় দলের সঙ্গে কাজ করছেন তিনি। তার ঝুলিতে ২০১৮ সালে যুব বিশ্বকাপ জয়ের রেকর্ডও আছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!