আগের দিনের ‘শূন্য’ শনাক্তের রেকর্ডটা এবার আর ধরে রাখা গেল না। তবে ‘ভয়’ পাওয়ার মতো কোনো শনাক্তও গত ২৪ ঘণ্টায় হয়নি। সবচেয়ে বড় ব্যাপার, শূন্য মৃত্যুর রেকর্ডটা ধরে রাখা গেছে এদিনও।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষার পর ২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.১১ শতাংশ। রোববার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: করোনা౼‘ওমিক্রন ভয়’ কাটাতে এমনই দিনের প্রতীক্ষায় ছিল চট্টগ্রামবাসী
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১ ল্যাবে ১ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং আরটিআরএল ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়। যাদের একজন নগরের এবং অন্যজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে নগরের ৭৪ হাজার ১০১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া মারা যাওয়া ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।