করোনা౼‘ওমিক্রন ভয়’ কাটাতে এমনই দিনের প্রতীক্ষায় ছিল চট্টগ্রামবাসী

বিশ্বজুড়ে এখন ‘ওমিক্রন’ শঙ্কা। সেই শঙ্কার মাঝেই করোনায় স্বপ্নীল এক দিন কাটিয়েছে চট্টগ্রাম। ওমিক্রন ভয় কাটাতে এমনই এক দিনের প্রতীক্ষায় ছিল চট্টগ্রামবাসী।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮ ল্যাবে ১ হাজার ২০৮ নমুনা পরীক্ষা হলেও কারো শরীরে খুঁজে পাওয়া যায়নি করোনার জীবাণু। এ সময়ে চট্টগ্রামের কোথাও মারা যায়নি কোনো করোনা রোগীও। সবমিলিয়ে শূন্য শনাক্ত ও শূন্য মৃত্যুর দুর্দান্ত এক দিন।

শনিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন : ওমিক্রন౼সব দেশকে ডব্লিউএইচওর সতর্কবার্তা

প্রতিবেদন অনুসারে, বিআইটিআইডি ল্যাবে ৪৪৭টি, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৮টি, কক্সবাজার মেডিকেল কলেজে ১টি, শেভরনে ৪০১টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২২০টি, মেডিকেল সেন্টারে ৬৮টি, ইপিক হেলথ কেয়ারে ১৫টি এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষা হয়।

এদিন কোনো এন্টিজেন টেস্ট হয়নি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল হাসপাতাল, আরটিআরএল এবং ল্যাব এইডেও হয়নি কোনো নমুনা পরীক্ষা।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৫ জন। যার ৭৪ হাজার ১০০ জন নগরের এবং ২৮ হাজার ৩১৫ জন উপজেলার।

মোট ১ হাজার ৩৩১ মৃত্যুর ৭২৩ জন নগরের এবং ৬০৮ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!