পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে ইন্টারনেট। এর সবচেয়ে বড় তথ্যভাণ্ডার গুগল। এক ক্লিকেই যেখানে মিলছে যেকোনো তথ্য। বিশ্বের ২০০ কোটি মানুষ ব্যবহার করেন গুগলের ক্রোম ব্রাউজার।
বিশাল এই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর জন্যই এবার সতর্কবার্তা জারি করেছে গুগল! প্রতিষ্ঠানটি জানিয়েছে, গেল বছর ক্রোম ব্রাউজারে সাইবার হামলা অনেক বেশি হয়েছে। ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীরা টার্গেট করেছে ক্রোম ব্রাউজার।
আরও পড়ুন: দেড় হাজার কোটি টাকা জরিমানা করা হলো গুগলকে
ইতোমধ্যেই ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা–দুর্বলতার সন্ধান পাওয়া গেছে। যার মধ্যে ১০টি হুমকির কারণ হতে পারে ব্যবহারকারীদের জন্য। এ অবস্থায় সমস্যা সমাধানে ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ উন্মুক্ত করেছে গুগল।
আলোকিত চট্টগ্রাম