দেড় হাজার কোটি টাকা জরিমানা করা হলো গুগলকে

সার্চ ইঞ্জিন গুগলকে ১৭৭ মিলিয়ন ডলার বা দেড় হাজার কোটি টাকার বেশি জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর জরিমানার বিষয়টি জানিয়েছে কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি)।

গুগল ও অ্যাপলের আধিপত্যবাদী আচরণে লাগাম টানতে সম্প্রতি আইন পাশ করে দক্ষিণ কোরিয়া, যেটি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই আইনের আওতায় জরিমানা করা হয়েছে গুগলকে।

আরও পড়ুন: এই প্রথম’ বাংলাদেশে ভ্যাট নিবন্ধিত হলো গুগল-অ্যামাজন

দক্ষিণ কোরিয়ার আপত্তি জানিয়ে বলেছে, সারা বিশ্বে ৮০ ভাগ মোবাইল ফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। জনপ্রিয় এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি যাতে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা মডিফাই করতে না পারে তার সব ব্যবস্থা করে রেখেছে গুগল। এটা আধিপত্যবাদী আচরণ।

মোবাইল অপারেটিং সিস্টেমের বাজার নিয়ন্ত্রণে গুগলের পরেই আছে আরেক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এদিকে জরিমানার প্রতিক্রিয়ায় গুগল জানিয়েছে, তারা আপিল করবে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!